রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আব্দুল লতিফ হলে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রিলিফ ভাস্কর্য, বঙ্গবন্ধু পাঠাগার ও হল মসজিদের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। এছাড়াও মতিহার হলের ফোয়ার এবং এ্যাকুইরিয়ামে মাছ অবমুক্ত করা হয়েছে।রোববার সন্ধ্যায় এসব কাজের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।
মতিহার হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক মো. মুসতাক আহমেদ এবং নবাব আব্দুল লতিফ হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হল প্রাধ্যক্ষ ড. মো. একরাম হোসেন।
এসময় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, হল প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আনন্দবাজার/শা.ই/শহক