‘নীরব ছবির সবর প্রকাশ মনের মুকুরে’ প্রতিপাদ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দিনব্যাপী একটি একক বর্ণাঢ্য প্রদর্শনীর আয়োজন করেছেন দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জী।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দীন একাডেমিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রদর্শনীর আয়োজক দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামীকাল শুক্রবার সকাল ৮ টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্কুল মাঠে এ প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা।
বঙ্গবন্ধু এবং বাংলাদেশসহ বিশ্বের শিক্ষা-সংস্কৃতি-ইতিহাস ও ঐতিহ্য বিষয়ে প্রদর্শনীতে বঙ্গবন্ধু কর্ণার, মহান একুশে ফেব্রুয়ারি, মহান স্বাধীনতা দিবস, ইতিহাস ও ঐতিহ্য, ভাষা, শিক্ষা, সাহিত্য, রবীন্দ্র-নজরুল, চিঠির ভুবন, বাংলা ব্যাকরণ, সংস্কৃতি, বিবিধ প্রভৃতি ১২ টি ক্যাটাগরিতে ১৩০ টির বেশি ব্যানার প্রদর্শন করা হবে।
আনন্দবাজার/এফআইবি