ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

মাতৃভাষা দিবসে হাবিপ্রবি ছাত্রলীগের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

আগামীকাল ২১ ফেব্রুয়ারি ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। ভাষা শহীদদের স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শাখা ছাত্রলীগ।

আগামীকাল (২১ ফেব্রুয়ারি) শুক্রবার রংপুর মেডিকেল ইউনিট মেডিসিন ক্লাবের সহযোগিতায় সকাল সাড়ে ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে এ কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ডরমিটরি-২ হল শাখা ছাত্রলীগ।

ছাত্রলীগ সূত্রে জানা যায়,রক্তদান কর্মসূচি সবার জন্য উন্মুক্ত। এতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা ও সাধারণ শিক্ষার্থীরা স্বেচ্ছায় রক্তদান করতে পারবে।স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা যাবে।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন