কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শেষ হল ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের দুইদিনব্যাপী ফিন ফেস্ট। মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারি) দিনব্যাপি কর্মসূচি ও সন্ধ্যারপর গালা নাইট উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
মঙ্গলবার সকালে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের কর্মসূচি। প্রথম দিনের নাচ,গান ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।
অনুষ্ঠানে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভগের প্রভাষক মনজুরুল হকের কোরিয়োগ্রাফিতে ৬০ এর দশক থেকে বর্তমান পর্যন্ত বাংলাদেশের সিনেমার কালজয়ী জুটিদের গান থেকে ৯ টা গানের মাধ্যমে একটি নৃত্যের আয়োজন করা হয়।
বিভাগের সহকারী অধ্যাপক মু. এমদাদুল হকের সভাপতিত্বে সন্ধ্যা হতে বিশ্ববিদ্যালয়ের মুক্তমুঞ্চে শুরু হয় গালা নাইট ও সাংস্কৃতিক অনুষ্ঠান । নাচ,গানের মধ্য দিয়ে অনুষ্ঠানকে ঝাকজমকপুর্ণ করে তুলেন বিভাগের শিক্ষার্থীরা। এছাড়া অনুষ্ঠানে কবিতা আবৃতি ও বাংলা ভাষার ইতিহাস সংক্রান্ত নাটক মঞ্চায়ন করা হয়। নাটক শেষে কনসার্টের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ফেরদৌস জাহান সহকারী অধ্যাপক নার্গিস সুলতানা, সহকারী অধ্যাপক সুতপা চৌধুরী এবং প্রভাষক ফাহাদ জিয়া, প্রভাষক আল আমিন, প্রভাষক মোঃ মঞ্জুর হোসাইন, প্রভাষক তমা সাহা সহ অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে ছিলেন ‘হোটেল গ্রেভারিয়ান’ কুয়াকাটা।
আনন্দবাজার/এফআইবি