ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শাবিতে বিবিএ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন বিভাগের ক্রীড়া প্রতিযোগিতা ‘বিজ স্পোর্টস উইক-২০২০’ শুরু।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘ই’ এর সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা আনন্দে-উৎসবে মেতে উঠেন।

এ সময় উপস্থিত ছিলেন স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের ডীন অধ্যাপক ড. মনিরুল ইসলাম, বিভাগের অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম, অধ্যাপক ড. মাজহারুল হাসান মজুমদার, অধ্যাপক ড. মো. শাহিদুল হক, সহযোগী অধ্যাপক আব্দুল হামিদ ও সহকারী অধ্যাপক সোবহানা তানজিনা আতিকসহ বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

স্পোর্টস উইকে ইভেন্টগুলোর মধ্যে রয়েছে- ফুটবল, ক্রিকেট, দাবা, ক্যারাম, ব্যাডমিন্টন, লুডু, কার্ড, ডার্ট, মিউজিক্যাল চেয়ার, কলম-যুদ্ধ, পিলো পাসিং, পাঞ্জা, বল নিক্ষেপ, মোরগ লড়াই, দড়ি টানাটানি, সাইবার গেমসসহ বিভিন্ন ইভেন্ট।

উল্লেখ্য, সপ্তাহব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতা চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। যার আয়োজনে রয়েছে ব্যবসায় প্রশাসন বিভাগের ১৯তম ব্যাচ।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন