বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) মুজিববর্ষ উপলক্ষে নিরাপদ খাদ্য বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ই ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষের আয়োজনে কর্মশালাটি আনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষর্থীরা অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন দপ্তরের পরিচালক অধ্যাপক ড.মোঃ নাজমুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মাহবুব কবীর । এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, তাবিউর রহমান প্রধান, শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া প্রমুখ।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ও প্রশ্নউত্তর বলেন,প্রধান অতিথির বক্তব্যে মাহবুব কবীর বলেন,অনিরাপদ খাদ্য সরবরাহ আমাদের প্রত্যেকের জন্য ক্ষতিকর। আমরা নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে অনেক গুলো পদক্ষেপ নিয়েছি। এবং তা বাস্তবায়নে ইতিমধ্যে কাজ শুরু করছি।
আনন্দবাজার/এফআইবি