পর্যটক গাড়ির উচ্চ শব্দ, গতিসীমা নিয়ন্ত্রণে না থাকা ও ধুলাবালির কারণে ব্যাহত হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের মূলফটক হয়ে আবাসিক হলগুলোর সামনের রাস্তা দিয়ে অতিরিক্ত পর্যটক গাড়ির চাপে ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের।
বিশ্ববিদ্যালয়টির পাশেই গড়ে ওঠা ম্যাজিক প্যারাডাইস পার্ককে কেন্দ্র করে প্রতিদিনই বাড়ছে অতিরিক্ত গাড়ির চাপ। বিকল্প রাস্তা না থাকায় বিশ্ববিদ্যালয়ের পাশের সড়ক ধরে শত শত গাড়ি যাতায়াত করে প্রতিদিন। বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হলের তিনটিই ক্যাম্পাসের পাশে হওয়ায় গাড়ির উচ্চ শব্দ ব্যাঘাত ঘটায় শিক্ষার্থীদের পড়াশুনায়।
এছাড়া অতিরিক্ত যান চলাচলের কারণে রাস্তার ধুলাবালি থেকে বাঁচতে দিনের অধিকাংশ সময়ই জানালা বন্ধ করে রাখতে হয় শিক্ষার্থীদের।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান মাহমুদ বলেন, বাতাসে মনে হয় কুয়াসার মতো ধুলাবালি। অতিরিক্ত ধুলার কারণে আমরা রাস্তায় বের হতে পারিনা। রাস্তা কি কেবল পার্কের জন্যই বানানো হয়েছে?
রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আবু তাহের বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের জন্য বর্তমানে গুরুত্বের বিষয় অতিরিক্ত যানবাহনের সমস্যা। সিটি কর্পোরেশনের আওতায় যতটুকু পড়ছে সে জায়গায় তারা সাইনবোর্ডের ব্যবস্থা করবে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলবো। খুব শীঘ্রই অফিসিয়াল আদেশ জারি করে এ রাস্তায় হর্ন ব্যবহার নিষিদ্ধ করা হবে।
আনন্দবাজার/ডব্লিউ এস/এম এন