ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ডাঃ শামসউদ্দিন মেমোরিয়াল একাডেমিতে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডাঃ শামসুদ্দীন মেমোরিয়াল একাডেমী স্কুলে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী। শনিবার গাজীপুরের কাপাসিয়া উপজেলার কামারগাঁও গ্রামে স্কুলের একাডেমী চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঘাগটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শাহীনুর আলম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ এর কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মোঃ এমরান কবির সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের সদস্য মোঃ আতিকুল ইসলাম রিংকু।

মোঃ মতিউর রহমান এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডাঃ শামসুদ্দীন মেমোরিয়াল একাডেমীর প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ আলমগীর (বিএ)। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন একাডেমীর প্রধান শিক্ষক মোঃ আলমগীর (বিএ)।

মোঃ আসাদুজ্জামান মনির এর পরিচালনায় পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন মোঃ আতিকুল ইসলাম রিংকু।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ ঘাগটিয়া ইউনিয়ন শাখার সভাপতি মোঃ তারেক হোসেন রিপন,ঘাগটিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, ঘাগটিয়া ইউনিয়ন ছাএলীগের সভাপতি মোঃ ফয়সাল মাঝি, সাংসদ সিমিন হোসেন রিমি এমপি’র উপদেষ্টা ফকির আব্দুস সোবহান মাস্টার, অবসরপ্রাপ্ত বন কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম সহ আরো অনেকে।

 

আনন্দবাজার/ডব্লিউ এস/এ এইচ

সংবাদটি শেয়ার করুন