ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় কুবি শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম সুজন আহাম্মেদ। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অটো রিকসা করে রাস্তার অপর পাশে যাওয়ার সময় বাসের ধাক্কায় ঘটনাস্থলে সুজন মারা যান। আহত অবস্থায় সুজনের মা ও ভাবিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার বুড়িচং থানার ওসি মোজাম্মেল হক বলেন, ‘ঘটনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে যাই। লাশ উদ্ধার করে বর্তমানে তার বাড়িতে নিয়ে এসেছি।’

নিহত সুজন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার নিমসার গ্রামে।

 

আনন্দবাজার/শহক/ মোনো

সংবাদটি শেয়ার করুন