রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় এ্যাথলেটিক্স ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২০ শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে বিশ্ববিদ্যালয় শেখ কামাল স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী জাকারিয়া ও অধ্যাপক আনন্দ কুমার সাহা
এসময় উপ-উপাচার্য চৌধুরী জাকারিয়া বলেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের বিষয়গত জ্ঞান অর্জনের পাশাপাশি তাদের মানসিক বিকাশের জন্য খেলা-ধূলায় অংশগ্রহণ প্রয়োজন। শরীরচর্চা ও খেলাধূলা তার মধ্যে অন্যতম। এসব প্রতিযোগিতা যুক্ত হলে অংশগ্রহণকারীরা নিজেকে প্রত্যয়ী করে গড়ে তোলার অনুশীলন করতে পারে।
এ এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ২৮ টি বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক খেলোয়াড় ও ক্রীড়া কর্মকর্তা অংশ নিয়েছেন। প্রতিযোগিতায় মোট ৩০ টি ইভেন্ট রাখা হয়েছে। যার মধ্যে ছেলেদের ১৯ টি ও মেয়েদের ১১ টি ইভেন্ট।
এসময় প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান , ছাত্র-উপদেষ্টা অধ্যাপক লায়লা আঞ্জুমান বানু, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার সহ সংশ্লিষ্ট হল প্রাধ্যক্ষগণ উপ¯ি’ত ছিলেন।
আনন্দবাজার/শহক