ঢাকা | রবিবার
২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

রাবির দুই দোকানীকে ৮হাজার টাকা জরিমানা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় সংরক্ষণ করে রাখার দায়ে ক্যাম্পাসের দুই দোকানীকে ৮হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিসহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহীর বিভাগীয় সহাকারি পরিচালক হাসান আল মারুফ এ অভিযান পরিচালনা করেন।

এসময় মাদার বখশ হলের সামনে অবস্থিত মনিরুল স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারা অনুয়ায়ী ৫ হাজার টাকা ও জিয়া হলের সামনে অবস্থিত মডার্ন মুদিদোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে হাসান আল মারুফ বলেন, অনেক দোকানই মেয়াদোত্তীর্ণ খাবার পরিবেশন করে। এসব খাবার খেয়ে শিক্ষার্থীরা যেন অসুস্থ্য হয়ে না পড়ে তাই আমরা এই অভিযান পরিচালনা করেছি। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। যেকোনো মুহূর্তে অভিযান পরিচালনা করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ওই দুই দোকানে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় সংরক্ষণ করে রেখেছিল। যার কারণে তাদরে জরিমানা করা হয়েছে।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন