নাটক আপনার জীবন হোক, জীবন যেন নাটক না হয়”এই প্রতিপাদ্য সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) তে বিশ্ববিদ্যালয় থিয়েটারের আয়োজনে “নাদানের বিয়ে” নামক নাটক মঞ্চায়িত হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থিয়েটারের সভাপতি অনি আতিকুর রহমানের সঞ্চালনায় এবং সাধারণ সম্পাদক এনামুল হকের নির্দেশনায় দুপুর সাড়ে বারোটায় বাংলা মঞ্চে নাটকটি প্রদর্শিত হয়।
নাটকটিতে অভিনয় করেছন তন্ময় সেন,এনামুল হক,ফাহিম,সুজন,পিয়াস, মুহিত,রেজওয়ান, লাবণ্য ও নিশাত উর্মি।
এলাকার প্রভাবশালী মাতব্বরের অপ্রকৃতস্থ ছেলের সাথে গরিবের চতুর্থ শ্রেনীতে অধ্যয়নরত মেয়ের সাথে জোরপূর্বক বাল্যবিবাহ দেওয়ার পর গরিবের ওপর ধনীদের অত্যাচারের চিত্র ছিলো নাটকের মূল বিষয়বস্তু।
আনন্দবাজার/এফআইবি