ঢাকা | শনিবার
২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

রাবিতে চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মাস্টাররোলে কর্মরত সহায়ক ও সাধারণ কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মৌন মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

আজ সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বর থেকে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে আধাঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে।

এছাড়াও কর্মচারীরা ‘২৮০ পরিবারের কান্না আর না, আর না’, স্থায়ীভাবে চাকরি চাই, মানুষের মতো বাঁচতে চাই, আমরা মৌলিক অধিকার চাই’, আমার পেটে লাথি দিলে জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘চাকরি দে নইলে বয়স ফিরিয়ে দে।’ প্রভৃতি প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

কর্মচারীদের সাথে কথা বললে তারা চাকরি স্থায়ীকরণের দাবিতে আগামীকাল (১১ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলন করবেন বলে জানান।

প্রসঙ্গত, ১৯৯৬ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে সহায়ক ও সাধারণ কর্মচারীদের নিয়োগ দেওয়া হলেও তাদের চাকরি স্থায়ীকরণ করা হয়নি। গত ২৬ জানুয়ারি থেকে মাস্টাররোল কর্মচারীরা চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়ে আসছে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন