সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আন্ত: বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ল- লায়নস।
শনিবার ( ০৮ ফেব্রুয়ারী ) গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। বিকেলে ল- লায়ন্স বনাম জুরিসপ্রুডেন্স এর মধ্যকার উক্ত খেলাটি শুরু হয়।
উক্ত খেলায় উপস্থিত ছিলেন আইন বিভাগের বিভাগীয় প্রধান রফিকুল আলম। আরও উপস্থিত ছিলেন উক্ত বিভাগের সিনিয়র প্রভাষক ফারাহ ইকবাল এবং শহিদুল আলমসহ উক্ত বিভাগের শিক্ষক ও প্রায় শতাধিক শিক্ষীর্থীবৃন্দ।
১৬ ওভারের খেলায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় “টিম জুরিসপ্রুডেন্স” (৭ম সেমিস্টার) , প্রথমে ব্যট করতে নেমে ১৬ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে “টীম ল লায়ন্স”(১ম সেমিস্টার)। ১৫২ রানের লক্ষমাত্রা নিয়ে খেলতে নেমে ১২৮ রানে ১৬ ওভারের খেলা শেষ করে টীম জুরিসপ্রুডেন্স। জয়ী দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান সংগ্রহ করে আজকের ম্যন অব দ্যা ম্যচ হিসেবে পুরুষ্কার গ্রহন করেন ১ম সেমিস্টারের শোভন। এছাড়াও পুরো টুর্নামেন্ট জুড়ে মোট ১২৩ রান সংগ্রহ করে ম্যন অব স্যা টুর্নামেন্ট ঘোষিত হয় টীম ল লায়ন্স এর আফ্রিদি।
উক্ত খেলা সম্পর্কে আইন বিভাগের শিক্ষকগন বলেন, বিভাগীয় এই আন্ত: ক্রিকেট খেলা নিজেদের মধ্যে বন্ডিং আরও বৃদ্ধি করবে। আমরা মনে করি এই খেলার মাধ্যমে সিনিয়র ও জুনিয়রদের মধ্যে বুঝাপড়াটাও আরও বেশি দৃড় হবে।
উল্লেখ্য, উক্ত বিভাগের ১৭ তম ব্যাচের উদ্যোগে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলাটিতে সেমিস্টার ভিত্তিক টিম গঠন করা হয়।
আনন্দবাজার/শাহী