ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহী ইনস্টিটিউট অব বয়োসায়েন্সেস-এর চড়–ইভাতি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অধিভূক্ত ‘রাজশাহী ইনস্টিটিউট অব বয়োসায়েন্সেস’-এর ৪টি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের সমন্বয়ে চড়–ইভাতি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবাব সকালে বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ইনস্টিটিউট-এর ৪টি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মতবিনিময় ও একে অপরের সাথে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। নানারকম খেলাধূলার আয়োজন করা হয়। পরে একটি সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় কলেজের পরিচালনা পরিষদের সদস্য, অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভূক্ত রাজশাহী ইনস্টিটিউট অব বায়োসায়েন্সেস ২০১৯-২০ শিক্ষাবর্ষে ৪টি বিভাগে (এগ্রিকালচার, ফিশারীজ, মাইক্রোবায়োলজি ও ফুড এন্ড নিঊট্রিশনাল সায়েন্স)-২০০ জন শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রমের সূচনা করেছে।

সংবাদটি শেয়ার করুন