শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জবি আন্তঃবিভাগ ভলিবল চ্যাম্পিয়ান দর্শন ও অর্থনীতি বিভাগ

আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৩য় আন্তঃবিভাগ ভলিবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ছাত্রীদের ভলিবল দলের মধ্যে টানা দ্বিতীয় বারের মত চ্যাম্পিয়ন হয় দর্শন বিভাগ এবং রানার্স আপ হয় মনোবিজ্ঞান বিভাগ।

ছাত্রদের ভলিবল দলের মধ্যে দ্বিতীয় বারের মত চ্যাম্পিয়ন হয় অর্থনীতি বিভাগ এবং রানার্স আপ হয় লোক প্রশাসন বিভাগ।

প্রতিযোগিতায় ছাত্রীদের মঝে দর্শন বিভাগের শিক্ষার্থী সাবরীন শুভা ও ছাত্রদের মাঝে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোঃ মামুন মিয়া সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।

উক্ত ভলিবল খেলায় ক্রীড়া উপ-কমিটি (হ্যান্ডবল/ভলিবল/বাস্কেটবল) এর আহবায়ক অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

খেলা শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্রীড়া উপ-কমিটি এবং সার্বিক ব্যবস্থাপনায় থাকা শারীরিক শিক্ষা কেন্দ্র আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান চ্যাম্পিয়ান ও রানারআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন।

আনন্দবাজার/এফআইবি

আরও পড়ুনঃ  কুবিতে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

সংবাদটি শেয়ার করুন