ডা. এড্রিক বেকার ব্লাড ফাউন্ডেশনের নবনির্বাচিত কমিটি সৌজন্য সাক্ষাৎ করেছে গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. লায়লা পারভীন বানুর সাথে।
বুধবার (৫ ফেব্রুয়ারী) সকালে নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ শরিফুল ইসলাম ব্লাড ফাউন্ডেশনের ৩৫ সদস্যের কমিটি নিয়ে উপাচার্যের কার্যালয়ে ফুলের শুভেচ্ছার মাধ্যমে এই সাক্ষাৎ করেন।
এ সময় উপাচার্য এড্রিক বেকার ব্লাড ফাউন্ডেশনের নতুন নেতৃত্বকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সকলকে নিষ্ঠার সঙ্গে স্বেচ্ছাসেবী দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে ব্লাড ফাউন্ডেশনের প্রয়োজনে পাশে থাকার আশ্বাসও প্রদান করেন।
পরে নবনির্বাচিত প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মর্ত্তুজা আলী বাবু, সিনিয়র সহকারী রেজিস্ট্রার আবু মোহাম্মদ মুকাম্মেল, গণস্বাস্থ্য কেন্দ্রের সমন্বয়ক ডা. মঞ্জুর কাদির, গবি ফিজিওথেরাপি অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ডা. আমিনুল ইসলামের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
আনন্দবাজার /এফআইবি