ঢাকা | মঙ্গলবার
১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাবির সায়েন্স ক্লাবের সভাপতি হাসান সম্পাদক আলী

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। রসায়ন বিভাগের শিক্ষার্থী মাহদি হাসানকে সভাপতি এবং পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ইসতেহার আলীকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের ২০২০ বর্ষের এক বছর মেয়াদী কমিটি গঠিত হয়েছে।

মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ক্লাবের ৫ম বর্ষপূর্তি এবং নবীনবরণ উদযাপন শেষে কমিটি ঘোষণা করেন সায়েন্স ক্লাবের উপদেষ্টা প্রফেসর ড মো. তারিকুল হাসান।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি রসায়ন বিভাগের সৌরভ পাল, প্রাণিবিদ্যা বিভাগের ইশরাত জাহান খান চৌধুরী, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের মাহমুদুল হাসান মারুফ, যুগ্ম সাধারণ সম্পাদক রসায়ন বিভাগের আব্দুল্লাহ আল আহাদ, ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মুহি মুনতাকা, কোষাধ্যক্ষ প্রাণ রসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের নাসির মাহমুদ, সাংগাঠনিক সম্পাদক ইলেক্ট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আমেনা আক্তার আঁখি, সহ-সাংগঠনিক সম্পাদক পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্চ ডেভেলপমেন্ট বিভাগের আবিদ হাসান।

কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. লায়লা আরজুমান বানু, ক্লাবের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সভাপতি আহসান হাবীব, আজীবন সদস্য সোহানুর রহমান, সদ্য বিদায়ী সভাপতি আশরাফুল আলম এবং ক্লাবের উপদেষ্টাসহ অন্যান্যরা।

এদিকে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে রাজশাহী বিশ্ববিযালয়ের উপ-উপাচার্য, ছাত্র উপদেষ্টাসহ আরও অনেকে।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন