রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নামলে এ ঘটনা ঘটে।
নিহত ওই শিক্ষার্থীর নাম মহিউদ্দিন তাজ (২৩)। তিনি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও তড়িৎ প্রকৌশল বিভাগের ১৫ সিরিজের শিক্ষার্থী। সে নওগাঁ জেলার পত্নিতলা উপজেলার কয়রা গ্রামের এনামুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী জিয়াউর রহমান হলের ৪১৮ নম্বর রুমে থাকতেন। আজ দুপুরে তিনি পুকুরে গোসল করতে যান। সেখানে আনসার বাহিনী একটা শব্দ শুনে এগিয়ে যান এবং ওই শিক্ষার্থীকে ডুবে যেতে দেখেন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রুয়েট শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
আনন্দবাজার/এফআইবি