ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সরস্বতী পূজা উদযাপন করলো নোবিপ্রবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। প্রতিবারের ন্যায় এবারও যথাযাগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মাধ্যমে পালিত হয়েছে দিবসটি।
প্রতিমা স্থাপন, দেবী অর্চনা, অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, নৃত্যানুষ্ঠান ও আলাচনা সভার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিশেষভাবে এই দিবস পালন করা হয়।
আজ বৃহস্পতিবার সকাল (৩০ জানুয়ারি ২০২০) বিশেষ অতিথি হিসেব উপস্তিত থেকে ‘বাণী অর্চনা-১৪২৬’ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়র কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন। অন্যান্যদর মধ্য উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ড.নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, বীর মুক্তিযাদ্ধা আবদুল মালক উকিল হলের প্রভাস্ট ড. ফিরাজ আহমদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক আফসানা মৌসুমি, ভাষা শহীদ আবদুস সালাম হলের প্রভাস্ট ড. মো.আনিসুজ্জামান।
এছাড়াও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মজনুর রহমান। শিক্ষা বিভাগের  সহযাগী অধ্যাপক ও পূজা উদযাপন কমিটির আহায়ক বিপ্লব মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়র বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন