ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে এবার মুখ খুলেছে শিক্ষা মন্ত্রণালয় । মন্ত্রণালয় এক বিজ্ঞপতিতে জানিয়েছে, নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ চূড়ান্ত করার প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে। শিক্ষার্থী, শিক্ষক ও সুধীজনদের কাছ থেকে পাওয়া পাঁচ হাজারেরও বেশি মতামত খতিয়ে দেখার পর আগামী ২৫ ডিসেম্বর পরিমার্জিত খসড়ার ওপর আন্তঃমন্ত্রণালয় সভা হওয়ার সম্ভাবনা রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানাচ্ছে, ২৪ সেপ্টেম্বর খসড়া অধ্যাদেশ ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার পর শিক্ষার্থী, শিক্ষক ও অন্যান্য অংশীজনদের কাছ থেকে প্রচুর মতামত এসেছে। তিনটি মতবিনিময় সভা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়-বিভাগের পরামর্শও নেওয়া হয়েছে। এসব মতামত আইনগত ও বাস্তবতার আলোকে বিশ্লেষণ করে অধ্যাদেশ চূড়ান্ত করা হচ্ছে।
মন্ত্রণালয় নিশ্চিত করছে, এই প্রক্রিয়ায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের কোনো বিঘ্ন ঘটবে না। এজন্য সাত কলেজের অধ্যক্ষ, শিক্ষক প্রতিনিধি, অন্তর্বর্তীকালীন প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউজিসির সঙ্গে ধারাবাহিক আলোচনা চালানো হচ্ছে। ১১ই নভেম্বর ভর্তি ও রেজিস্ট্রেশন বিষয়ক গুরুত্বপূর্ণ সভাও অনুষ্ঠিত হয়েছে।
২০২৪–২৫ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন গ্রহণের পর ১০,১৯৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৯,৩৮৮ জনের ভর্তি নিশ্চিত হয়েছে। নতুন শিক্ষাবর্ষের জন্য একটি অপারেশন ম্যানুয়েলও অনুমোদন দেওয়া হয়েছে। ক্লাস শুরুর বিষয়ে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে সভা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শীতকালীন ছুটি শেষে ১ জানুয়ারি ২০২৬ থেকে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।
খসড়া পরিমার্জনার সময় সাত কলেজের স্বাতন্ত্র্য, নারীদের শিক্ষার সুযোগ, কলেজগুলোর বৈশিষ্ট্য অক্ষুণ্ন রাখা, সম্পত্তির সুরক্ষা ও মাধ্যমিক স্তরের কার্যক্রমকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করা—এই সব বিষয় বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে। মন্ত্রণালয় আশা করছে, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা দায়িত্বশীল আচরণ করবেন, গুজব ও ভুল তথ্য থেকে বিরত থাকবেন।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নের বড় সুযোগ। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের স্বার্থ রক্ষা করে একটি ইতিবাচক একাডেমিক পরিবেশ তৈরি করা ও শিক্ষার্থীদের শিক্ষা ও পড়াশোনা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য শিক্ষা মন্ত্রণালয় সকলের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছে। এর সাথে শিক্ষা মন্ত্রণালয় গুজব বা অসম্পূর্ণ তথ্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।




