শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শাবিতে নোঙ্গরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংগীত বিষয়ক সংগঠন নোঙরের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।

২৬ জানুয়ারি (রোববার) দুপুর ১ টায় একাডেমিক ভবন ‘ই’ এর সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে মিলিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গ্রন্থাগার ভবনের সামনে কেক কাটা হয়।

২০০৩ সালের ২৬ জানুয়ারি থেকে যাত্রা শুরু করে ‘নোঙর’। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিচালনা করে আসছে সংগঠনটি।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সহকারী প্রক্টর আবু হেনা পহিল, সহকারী অধ্যাপক জাভেদ কায়সার ইবনে রহমান, সহকারী অধ্যাপক সাইফুজ্জামান ভূঁইয়া, সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুর রহমান পাভেলসহ সাবেক-বর্তমান সদস্যরা।

আনন্দবাজার/তাঅ

আরও পড়ুনঃ  ট্রেজারার কাজী আখতারের পদত্যাগের দাবিতে উত্তাল বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়

সংবাদটি শেয়ার করুন