জয়পুরহাটের কালাইয়ে শিক্ষা ট্রাস্ট কর্তৃক ২০২৩ ও ২০২৪ এর ডিসেম্বরে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত- মোট ৬১জন শিক্ষার্থীর মাঝে বৃত্তির অর্থ, সনদ পত্র, ক্রেস্ট ও ২টি করে গাছের চারা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে কালাই- শিক্ষা ট্রাস্ট এর উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের হাতে এ সব তুলে দেন- জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন- কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান ।
উল্লেখ্য, এ অনুষ্ঠানে শিক্ষা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি কালাই উপজেলার সাবেক উপজেলা নির্বাহী অফিসার প্রয়াত শফিকুল ইসলাম (মরহুম) কে আজীবন সম্মাননা প্রদান করা হয়। তার পক্ষে তার মেয়ে (কন্যা) এ স্মারক গ্রহণ করেন। গত
২০০০ সালে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার প্রয়াত শফিকুল ইসলামের উদ্যোগে এ শিক্ষা ট্রাস্ট প্রতিষ্ঠা লাভ করেছিল।
এরপর জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী কালাইয়ে উপজেলা ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন।