ঢাকা | বৃহস্পতিবার
১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাটে এইচএসসি ও সমমানের ৩য় দিনের পরীক্ষায় অনুপস্থিত-১৩৯ পরীক্ষার্থী

জয়পুরহাটে চলতি ২০২৫ সালের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি) এবং এইচএসসি (ভোকেশনাল) এর ৩য় দিনের পরীক্ষাতেও ১৩৯জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তবে অসদুপায় অবলম্বনে কেউ বহিষ্কৃত হন নি।

জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যানুসারে, মঙ্গলবার এসএসসি পরীক্ষার ইংরেজি ১ম পত্রে- মোট ৬ হাজার ৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৫ হাজার ৯৬৭ জন, অনুপস্থিত ছিলেন ১১৭ জন, আলিম এর বাংলা ১ম পত্র পরীক্ষায়- ৬৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৬৭১ জন, অনুপস্থিত ছিলেন ৩ জন। এইচএসসি-বিএমএমটি’র কম্পিউটার অফিস এপ্লিকেশন ২য় পত্রের ১হাজার ৪জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৯৮৯ জন, অনুপস্থিত ছিলেন ১৫জন এবং এইচএসসি- ভোকেশনালের উচ্চতর গণিত ২য় পত্রের ৮০ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ৭৬ জন, অনুপস্থিত ছিলেন ৪ জন।

উল্লেখ্য, এবার জয়পুরহাট জেলার পাঁচটি উপজেলার মোট ২৫টি কেন্দ্রের মাধ্যমে- ৯হাজার ৩৩০জন পরীক্ষার্থীর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণের কথা। সেখানে গত ৩ দিনের এ পরীক্ষায় মোট অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা- দাঁড়িয়েছে ৪৩৩ জনে।

সংবাদটি শেয়ার করুন