ঢাকা | বুধবার
৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাটে এইচএসসি ও সমমানের ২য় দিনের পরীক্ষায় মোট অনুপস্থিত ১৩৩জন

জয়পুরহাটে চলতি ২০২৫ সালের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি) এবং এইচএসসি (ভোকেশনাল) এর ২য় দিনের আজকের পরীক্ষা সুষ্ঠু – সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে- কেউ বহিষ্কার হয় নি তবে ১৩৩জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরীক্ষার্থীদের মধ্যে- এসএসসি পরীক্ষার বাংলা ২য় পত্রে- ৬হাজার ৪৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১শ’১১জন, আলিম এর আরবি প্রথম পত্র পরীক্ষায়- ৬৭৭জন পরীক্ষার্থীর মধ্যে ৩জন, এইচএসসি – বিএমএমটি’র ইংরাজি দ্বিতীয় পত্রের ১হাজার ৪জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ জন এবং এইচএসসি- ভোকেশনালের ইংরাজি দ্বিতীয় পত্রের ৮০জন পরীক্ষার্থীর মধ্যে ৪জন অনুপস্থিত ছিল। উল্লেখ্য পরীক্ষার প্রথম দিনে গত বৃহস্পতিবার অনুপস্থিত ছিল-১৬১জন। এই নিয়ে গত দুদিনের পরীক্ষায় মোট ২৯৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

সংবাদটি শেয়ার করুন