জয়পুরহাটে চলতি ২০২৫ সালের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি) এবং এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা সুষ্ঠু-সুন্দর ও শান্তিপূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় অসদুপায় উপায় অবলম্বনে দায়ে কেউ বহিষ্কৃত না হলেও মোট ১৬১জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে এবার জয়পুরহাট জেলার পাঁচটি উপজেলার মোট ২৫টি কেন্দ্রের মাধ্যমে- ৯হাজার ৩৩০ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করার কথা। কিন্তু প্রথম দিনে অনুপস্থিত ছিল মোট ১৬১ জন।
এর মধ্যে- এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রে ৫ হাজার ৪৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৭ জন, আলিম এর কোরআন মাজীদ পরীক্ষায়-৭২২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৪ জন, এইচএসসি – বিএমএমটি’র বাংলা দ্বিতীয় পত্রের ১হাজার ৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ জন এবং এইচএসসি – ভোকেশনালের বাংলা দ্বিতীয় পত্রের ৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জন অনুপস্থিত ছিল।



