ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে চালু হচ্ছে ৫ টাকা ভাড়ার ‘স্টুডেন্ট বাস’

দূরত্ব যতই হোক শিক্ষার্থীদের কাছ থেকে ভাড়া নেওয়া হবে মাত্র পাঁচ টাকা। চট্টগ্রামে শিক্ষার্থীদের জন্য এমন উদ্যোগ নেয়া হচ্ছে। আগামী রবিবার থেকে নগরীর শিক্ষার্থীদের জন্য চালু করা হবে ১০টি দ্বিতল বাস।

দ্বিতল এই বাসগুলো ৭৩ আসন বিশিষ্ট। প্রাথমিকভাবে এসএসসি ও সমমানের শিক্ষার্থীরা তাদের পরিচয়পত্র দেখিয়ে বাসে উঠতে পারবে। ভাড়া নেওয়ার জন্য বাসগুলোতে কোন কন্ডাকটর বা চালকের সহকারী থাকবে না। বাসের তালাবন্দী ‘সততা বাক্সে’ ভাড়া দিয়ে নির্ধারিত গন্তব্যে যাতায়াত করতে পারবে শিক্ষার্থীরা।

১০টি বাস সকাল ও বিকেল দুই দফায় দুটি রুটে চলাচল করবে। এর মধ্যে পাঁচটি বাস বহদ্দারহাট-নিউমার্কেট-বহদ্দারহাট যাতায়াত করবে। বাকি পাঁচটি বাস অক্সিজেন-আগ্রাবাদ-অক্সিজেন যাতায়াত করবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে থেমে শিক্ষার্থীদের নেয়া হবে।

‘স্টুডেন্ট বাস’ তদারকি কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু হাসান সিদ্দিক বলেন, পৃথক বাস সার্ভিস চালুর জন্য শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল। শিক্ষার্থীরা তাদের পরিচয়পত্র দেখিয়ে এসব বাসে উঠতে পারবে।

উল্লেখ্য, ২০১৮ সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময় চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য আলাদা বাসসেবা চালুর দাবি উঠেছিল। সেই দাবির পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ১৫ এপ্রিল শিক্ষার্থীদের জন্য ১০টি বাস বরাদ্দের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন