প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন। সমাবর্তন উপলক্ষে নানা আয়োজনে মেতে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে যেন বইছে উৎসবের হাওয়া। ২৭ জানুয়ারির এই সমাবর্তনে অংশগ্রহণ করবে মোট ৫৬৪৮ জন গ্র্যাজুয়েট।
সমাবর্তনে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর জনাব আব্দুল হামিদ, সমাবর্তনে বক্তব্য রাখবেন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রনালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, সমাবর্তনের প্রস্তুতি চলছে পুরোদমে। সমাবর্তনস্থল প্রস্তুত হচ্ছে। পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, গোয়েন্দা সংস্থা সবার সাথে নিয়মিত সভা হচ্ছে। সব ধরণের পুর্ণাঙ্গ প্রস্তুতি নেয়া হচ্ছে। আমরা আত্মবিশ্বাসী। সমাবর্তনের আগেই আমরা সব প্রস্তুতি যথাযথভাবে সম্পন্ন করতে পারবো।
অনুষ্ঠিতব্য সমাবর্তনে ৬টি অনুষদের মোট ৫৬৪৮ জন গ্র্যাজুয়েটকে মূল সনদ প্রদান করা হবে। তার মধ্যে স্নাতক পযার্য়ের ৩৫৬১ জন এবং স্নাতকোত্তর পর্যায়ের ২০৮৭ জন। অনুষদ ভিত্তিক সনদপ্রাপ্ত গ্র্যাজুয়েটদের সংখ্যা হলো বিজ্ঞান অনুষদে মোট ১০০২ জন, কলা ও মানবিক অনুষদে ৮৬৩ জন, সামাজিক বিজ্ঞান অনুষদে ১৪০৫ জন, বিজনেস স্টাডিজ অনুষদে ১৯৩৮ জন, প্রকৌশল অনুষদে ৪৪০ জন। শিক্ষাক্ষেত্রে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য মোট ১৪ জন কৃতি শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করা হবে।
আনন্দবাজার/ডব্লিউ এস