ইসলামিক ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে এবং প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের হাতে সনদ তুলে দেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র ১১৬ নং কক্ষে এ অনুষ্ঠান শুরু হয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন রাজশাহী ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশনের (আরইউমুনা) প্রেসিডেন্ট সাকিব আহমেদ, মিসৌরিন আরা মীম এবং পরিচালক শাহারিয়ার ইমন ।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রেজোওয়ানুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম জুয়েল।
এছাড়াও আইইউমুনার সাধারণ সম্পাদক সফিউল্ল বাহাদুর ও আইইউমুনার অন্যান্য সদস্য এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা কর্মশালায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী রাসেল মুরাদ এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী আয়েশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউমুনা’র প্রেসিডেন্ট ইসমাইল হোসাইন।
উল্লেখ্য, ছায়া জাতিসংঘ মূল জাতিসংঘের সাধারণ পরিষদের আদলে গঠিত একটি সংগঠন। জাতিসংঘের মত বিভিন্ন বিশেষায়িত কমিটিতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা নির্দিষ্ট কিছু কার্যাবলী নিয়ে কাজ করে থাকে।
আনন্দবাজার/এফআইবি