ঢাকা | শুক্রবার
৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাবিস্থ শেরপুর জেলা সমিতির নেতৃত্বে আতিক – জুয়েল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শেরপুর জেলার অধ্যায়নরত শিক্ষার্থীদের সংগঠন ‍‍‍‌শেরপুর জেলা সমিতির ২০২৪-২৫ বছরের জন্য আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী মো. আতিক তালুকদারকে সভাপতি ও একই বিভাগের মো. জুয়েল মিয়াকে সাধারণ সম্পাদক নিযুক্ত করে ১৭ সদস্যবিশিষ্ট কমিটি প্রদান করা হয়।

গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) পূর্ববতী দায়িত্বশীলদের স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এই তথ্য জানানে হয়। আংশিক কমিটিকে দ্রুত পুর্নাঙ্গ করার বার্তাও সেখানে স্পষ্ট হয়ে উঠে।

কমিটিতে উপদেষ্টা হিসেবে দায়িত্বে পালন করবেন প্রফেসর ড. মো হাবিবুর রহমান, প্রফেসর ড. গোলাম কিবরিয়া ফেরদৌস, প্রফেসর ড. মোঃ আনিসুজ্জামান ড. মো: আরিফুল ইসলাম, কেএম মাহফুজুর রহমান

এছাড়াও সহ সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে শেখ আল মামুন, সাহবুবা সুলতানা বৃষ্টি, মোয়াজ আল কায়কোবাদকে ,

যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে কানন হাসান অর্নব,সব্বির আহমেদ (ফার্মেসী) ও সাদ আহমদ দায়িত্ব পালন করবেন।

সাব্বির আহমেদকে (ফাইনান্স) অর্থ সম্পাদক ও মুশফিকুর রহমান সানিকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়েছে। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে থাকছেন সাগর তালুকদার, আমিনুল ইসলাম।

নবনিযুক্ত সভাপতি আতিক তালুকদার বলেন, শেরপুর জেলাকল্যাণ সমিতি শুধু আমাদের পরিচয়ের চিহ্ন নয় এটা আমাদের ভাতৃত্বের জায়গা। সমতার দৃষ্টিতে আমরা জেলাকল্যানের সার্বিক উন্নয়নে কাজ করবো। শিক্ষার্থীদের মেন্টরশীপের ব্যবস্থা, নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষার্থীবান্ধব কার্যক্রমের মাধ্যমে আমরা জেলা সমিতিকে শিক্ষার্থীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলবো।

সাধারণ সম্পাদক বলেন, আমরা আমাদের অসংগতিগুলো দূর করে সামনে এগিয়ে যাবো। কাধে কাধ মিলিয়ে শিক্ষার্থীদের সর্বাত্মক কল্যাণ নিশ্চিত করাই আমাদের লক্ষ।

সংবাদটি শেয়ার করুন