ঢাকা | রবিবার
৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্র অধিকার পরিষদের বশেমুরবিপ্রবি কমিটি গঠন

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (প্রস্তাবিত নাম- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে কৃষি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জসিম উদ্দীন এবং একই বিভাগের শিক্ষার্থী সাইদুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।

রবিবার (০৯ ফেব্রুয়ারি) রাতে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামীন মোল্লা এবং সাধারণ সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

এই কমিটি আগামী তিন (০৩) মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোঃ সোহেল আহমেদ, এস এম, জোবায়ের হোসাইন (ফাহিম), মোঃ উমর ফারুক, মোঃ জাহাঙ্গীর, সোহেল রানা, ত্রিপুরা বিরাজ, হাসিবুর ইসলাম সাগর, সুরাইয়া ইয়াসমিন, মুশফিক হোসেন

কমিটিতে যুগ্ম সদস্যসচিব হিসেবে রয়েছেন ইদ্রিস আলী, রাকিব তানভীর, মামুনুর রশীদ, সাব্বির হোসেন, ফাহিম আনজুম, নেপাল বিশ্বাস, নাহিদ হোসাইন, নাইমুর রহমান, তারিন আলম

এবং কার্যকরী সদস্য হিসেবে আছেন রাকিবুল ইসলাম রানা, রিফাত আলভী আবির, পলাশ খান।

সংবাদটি শেয়ার করুন