ঢাকা | শুক্রবার
১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বৃত্তি দিল প্রাইম ব্যাংক

স্নাতক পর্যায়ের ২৬৩ জন শিক্ষার্থীকে দীর্ঘমেয়াদি ও নবায়নযোগ্য শিক্ষা বৃত্তি প্রদান করেছে প্রাইম ব্যাংক লিমিটেড। ব্যাংকটির ‘শিক্ষা সহায়তা কর্মসূচি’র আওতায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের এই বৃত্তি প্রদান করা হয়। শনিবার ১৮ জানুয়ারি দুপুরে আগারগাঁও এলজিইডি ভবনে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। এসব কর্মকাণ্ডে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে জানানো হয়, প্রাইম ব্যাংক ‘শিক্ষা সহায়তা কর্মসূচি’র আওতায় ২০০৭ সাল থেকে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৩ হাজার ৬৮৪ দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তি প্রদান করা হয়েছে। বৃত্তির আওতায় প্রতি মাসে ২৬০০ টাকার বৃত্তি পাবেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন: বছরের প্রথম মাসেই রেমিটেন্সের নতুন রেকর্ড

এরপর ডিজিটাল পেমেন্টের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ট্যাবের বাটন প্রেস করে একযোগে ২৬৩ শিক্ষার্থীর নিজস্ব অ্যাকাউন্টে বৃত্তির অর্থ প্রদান করেন।

প্রাইম ব্যাংকের চেয়ারম্যান আজম জে চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা কর্মসূচির উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, প্রাইম ব্যাংকের পরিচালনা পরিষদের ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ এবং ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. ইকবাল আনোয়ার প্রমুখ।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন