ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

পিরোজপুরে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক ও দাখিল স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের চাকুরি জাতীয়করণ, শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও স্মারকলি পেশ করেছে ।

মঙ্গলবার দুপুর ১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবারের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, দেশে ৯৭% শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি, যারা সরকারি প্রতিষ্ঠানের সাথে একই শিক্ষাক্রম একই বোর্ডের আওতায় পরীক্ষায় অংশগ্রহণ করে অথচ তাদেরকে বেসরকারি নাম দিয়ে আর্থিক ও সামাজিক মর্যাদার মধ্যে বিরাট বৈষম্য তৈরি করা রাখা হয়েছে। যা শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রধান অন্তরায়।

মানববন্ধন শেষে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান এর কাছে স্মারকলিপি পেশ কসেন বেসরকারি স্কুল ও মাদ্রাসার শিক্ষকরা । এ সময় পিরোজপুর জেলার বিভিন্ন বেসরকারি স্কুল ও মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন ।

সংবাদটি শেয়ার করুন