বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

রাবির অনাবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

আগামী পাচ দিনের (১৫ সেপ্টেম্বর) মধ্য়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সব আবাসিক হলে অবস্থানরত অনাবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে প্রশাসন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে উপাচার্যের সঙ্গে প্রাধ্যক্ষদের সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়।

জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার বলেন, সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে, আবাসিকতার অনুমতিবিহীন শিক্ষার্থীদের আগামী রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টার মধ্যে হল ছাড়তে হবে এবং হলসমূহে আবাসিকতার জন্য সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে আবাসিকতা দেয়া হবে।

হলের পরিবেশ ও শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে প্রাধ্যক্ষরা নিজ নিজ হল সম্পর্কে অবহিত করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে উপাচার্য আশ্বস্ত করেন।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ৩ মাস পানির নিচে স্কুলের মাঠ

সংবাদটি শেয়ার করুন