ঢাকা | বুধবার
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চবির সাংবাদিকতা বিভাগের নতুন সভাপতি শহীদুল হক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিভাগের সহযোগী অধ্যাপক মো: শহীদুল হক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে ১৯৯৮ সালে স্নাতক ও ১৯৯৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেন।

আজ (১৬ জানুয়ারি) সকাল ১০ টায় বিভাগের সদ্য বিদায়ী সভাপতি সহযোগী অধ্যাপক মো: আবুল কালাম আজাদ তার হাতে দায়িত্ব হস্তান্তর করেন।

নতুন দায়িত্বের বিষয়ে শহীদুল হক জানান, বিভাগের একাডেমিক এবং গবেষণা কার্যক্রমকে আরও শক্তিশালি করা হবে। একইসাথে বিভাগের উদ্যোগে একাধিক আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হবে।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন