ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

এইচএসসি ইংরেজি দ্বিতীয়পত্রে অনুপস্থিত পৌনে ১৩ হাজার, বহিষ্কার ৭৬

এইচএসসি ইংরেজি দ্বিতীয়পত্রে অনুপস্থিত পৌনে ১৩ হাজার, বহিষ্কার ৭৬

দেশের আটটি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় ইংরেজি দ্বিতীয়পত্রে অনুপস্থিত ছিলেন পৌনে ১৩ হাজারের বেশি শিক্ষার্থী। এদিন অসদুপায় অবলম্বন করায় একজন পরিদর্শকসহ ৭৬ জনকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (০৭ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, সিলেট বোর্ড বাদে বাকি ৮টি সাধারণ শিক্ষাবোর্ডের ১ হাজার ৪৭২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ৩ হাজার ২২২ জন। পরীক্ষায় অংশ নেন ৯ লাখ ৯০ হাজার ৩৯৩ জন। অনুপস্থিত ছিলেন ১২ হাজার ৮২৯ জন। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন ৭৫ জন শিক্ষার্থী ও একজন পরিদর্শক।

ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় সবচেয়ে বেশি ৩ হাজার ৩৮১ জন অনুপস্থিত ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডে। এছাড়া রাজশাহীতে ২ হাজার ৩৫ জন, কুমিল্লায় ১ হাজার ১৪১ জন, যশোরে ১ হাজার ৭১১ জন, চট্টগ্রামে ১ হাজার ৮২ জন, বরিশালে ৮৬৪ জন, দিনাজপুরে ১ হাজার ৫৯৯ জন, ময়মনসিংহে ১ হাজার ১৬ জন।

এছাড়া, অসদুপায় অবলম্বনের দায়ে সবচেয়ে বেশি বহিষ্কার হয়েছেন ময়মনসিংহ বোর্ডে। এ বোর্ডে ১৬ জন শিক্ষার্থী ও একজন কক্ষ পরিদর্শককে বহিস্কার করা হয়েছে। এছাড়া রাজশাহীতে ১৪ জন, ঢাকা বোর্ডে ৭ জন, কুমিল্লায় ১৩ জন, যশোরে ৪ জন, চট্টগ্রামে ৪ জন, বরিশালে ৬ জন বহিষ্কার হয়েছেন।

মাদরাসা-কারিগরিতে অনুপস্থিত ৫ হাজার, বহিষ্কার ২৪; মাদরাসা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আলিম পরীক্ষায় ৩ হাজার ৪১৪ জন অনুপস্থিত ছিলেন। বহিষ্কার হয়েছেন ১০ জন। অন্যদিকে কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১ হাজার ৫৯৬ জন। অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন ১৪ জন।

সংবাদটি শেয়ার করুন