ঢাকা | মঙ্গলবার
২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বিআইইউতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (বিআইইউ)।

সোমবার ১৮ মার্চ দুপুরে বিশ্ববিদ্যালয় স্ক্যাম্পাসের সম্মেলন কক্ষে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়া বঙ্গবন্ধুকে জানতে এবং রাজনৈতিক জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়া চীন ও তাঁর জীবনী ভিত্তিক অন্যান্য বই পড়ার গুরুত্ব আরোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব সাইয়্য্যেদ উছামা আল মোসাদ্দেক বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে এবং ইসলামী নীতি নৈতিকতায় বিশ্ববিদ্যালয় এগিয়ে নেওয়া জন্য সকলের প্রতি আহ্বান জানান।

রেজিস্ট্রার বদরুল হায়দার চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আ.ন.ম রফিকুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনারেল এডুকেশনের সহকারী অধ্যাপক এম আমীরুল হক পারভেজ চৌধুরীর সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এ সভায় অংশ গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন