ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে এসএসসি ও সমমানের পরিক্ষায় অনুপস্থিত ১৭৩ জন

রাজশাহী বিভাগের অধীনে জেলার পাঁচটি উপজেলার ৩০কেন্দ্রে বৃহস্পতিবার অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ১৩হাজার ২৩৩জনের মধ্যে ১৭৩জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। যার মধ্যে ৮১জন ছাত্র ও ৯২ জন ছাত্রী।

জয়পুরহাট জেলা প্রশাসনের শিক্ষা ও কল্যাণ শাখা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার প্রথম দিন জেলার ৩০টি কেন্দ্রে অত্যন্ত সুষ্ঠু , শান্তিপূর্ণ ও নকল মুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার জেলার পাঁচটি উপজেলার ৩০কেন্দ্রের মোট পরীক্ষার্থী ছিল ১৩হাজার ২৩৩ জন । এর মধ্যে বৃহস্পতিবার প্রথম দিন রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ১৭টি কেন্দ্রে ৯হাজার ৬১৭জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৪৪ জন , কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৬টি কেন্দ্রে ১হাজার ২৪১জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ২১জন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় ৭টি কেন্দ্রে ২হাজার ৩৭৫জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১০৮ জন।

উল্লেখ্য, বৃহস্পতিবার প্রথম দিন এসএসসি পরীক্ষায় বাংলা ১ম পত্র ও দাখিল পরীক্ষায় কুরআন মজিদ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন