শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

গাছ কেটে একাডেমিক ভবন নির্মাণের প্রতিবাদে জাবিতে মানববন্ধন

গাছ কেটে একাডেমিক ভবন নির্মাণের প্রতিবাদে জাবিতে মানববন্ধন

গাছ কেটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি ( আইআউটি) ভবন নির্মাণের প্রতিবাদে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।

নির্মাণাধীন ওই ভবনের সামনে মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। একাডেমিক ভবন নির্মাণের জন্য গত ২০ থেকে ২৮ অক্টোবরের মধ্যে অর্ধশতাধিক গাছ কেটে ফেলা হয়েছে বলে দাবি করেছেন শিক্ষার্থীরা। এর আগে ২৩ মে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার পেছনে ‘সুন্দরবন’ নামক স্থানে ইন্সটিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশনের (আইবিএ) ভবন নির্মাণের জন্যও গাছ কাটা হয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।

ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক (একাংশ) ও শিক্ষার্থী আলিফ মাহমুদ বলেন, এখানে ৬০-৭০ টির বেশি গাছ কাটা হয়েছে। প্রশাসন তোপের মুখে পড়বে বলে পূজার ছুটিতে লুকোচুরি করে গাছ কেটেছে। এই স্বেচ্ছাচারিতা চলতে থাকলে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব।’

সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ধ্রুব বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পশুপাখির অভয়ারণ্য হিসেবে বিখ্যাত। কিন্তু উন্নয়নের নামে যেভাবে পরিবেশ ধ্বংস করে ভবন নির্মাণ করা হচ্ছে তা এখানের প্রাণীদের বেঁচে থাকার জন্য হুমকিস্বরূপ। আমরা অপরিকল্পিত ভাবে ভবন নির্মাণের তীব্র নিন্দা জানাচ্ছি।`

মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সদস্য ও শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, ‘আমরা কখনো চাই না বিশ্ববিদ্যালয়ের প্রাণ প্রকৃতি ধ্বংস করে ভবন নির্মাণ করা হোক। অপরিকল্পিত নগরায়ণের ফলে ঢাকা শহর বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এই অপরিকল্পিত নগরায়ণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হলে এখানে পড়াশোনার পরিবেশ থাকবে না। তাই আমরা চাই শিক্ষক শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে মাস্টারপ্ল্যানের মাধ্যমে ভবন নির্মাণ হোক।’

আরও পড়ুনঃ  হাবিপ্রবিকে স্মার্ট ক্যাম্পাসে রূপান্তরে ডিএসডিএল বাস্তবায়ন

সংবাদটি শেয়ার করুন