ঢাকা | বুধবার
২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নীলফামারীতে শিক্ষক দিবস পালিত

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভুমিকা এবং শিক্ষকদের প্রতি শিক্ষার্থীসহ সকলের শ্রদ্ধাবোধ এবং সন্মান বৃদ্ধির লক্ষ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস। দিবসটি পালনে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে নীলফামারী সরকারী কলেজ।

গতকাল বৃহস্পতিবার সকালে সরকারী কলেজ প্রাঙ্গণ থেকে শুরু করে একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজে ফিরে আলোচনা সভায় মিলিত হয়। এতে সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর দিদারুল ইসলাম, উপাধ্যক্ষ মোহাম্মদ মাহবুব উর রহমান ভুইয়া ও কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আনিসুর রহমান, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক অহিদুল হক, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মাজেদ বক্তব্য দেন। র‌্যালিতে শিক্ষক-শিক্ষার্থীরাও অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন