বুধবার, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বারি’তে ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

বারি’তে ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি’র) পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগ ও সবজি বিভাগ (উদ্যানতত্ত¡ গবেষণা) কেন্দ্রের উদ্যোগে “আপ-স্কেলিং এন্ড পাইলটিং ফর কমার্শিয়ালাইজেশন অফ ফ্রাইড ফ্রেশ-কাট চিপস্ ফরম সিলেক্টেড ক্রপস ইউজিং ভ্যাকুম ফ্রাইং টেকনোলজি” এবং ”কমিউনিটি বেসড সাসটেইনেবল ভেজিটেবলস্ প্রোডাকশন: এলিভেটিং কোয়ালিটি সিড প্রোডাকশন, প্রোসেসিং, মার্কেটিং এন্ড এক্সপ্যানশন অফ বিএআরআই রিলিজড ভ্যারাইটিজ ইন বাংলাদেশ” কর্মশালা বারি’র সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) ডাচ বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল’র) অর্থায়নে আয়োজনে কর্মশালায় বারি’র বিভিন্ন বিভাগ ও কেন্দ্রের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। কর্মশালায় গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন ডিবিবিএল-সিএসআর প্রোগ্রাম এক্সপার্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মঞ্জুরুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবিবিএল-সিএসআর গ্রাটার প্রোগ্রাম কো-অর্ডিনেটর প্রকৌশলী আব্দুর রাজ্জাক আকন্দ, এসএমই-বিবিডির ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড জনাব ফরহাদ আহমেদ খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হাফিজুল হক খান। প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন বারি’র সবজি বিভাগ, উদ্যানতত্ত¡ গবেষণা কেন্দ্র এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ড. এ কে এম কামরুজ্জামান এবং পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গোলাম ফেরদৌস চৌধুরী।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  নিজস্ব তৈরী হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করলো নোবিপ্রবি 

সংবাদটি শেয়ার করুন