ঢাকা | সোমবার
২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে এমসিএম হাই স্কুলের শিক্ষার্থীদের উপকরণ মেলা

কালীগঞ্জে এমসিএম হাই স্কুলের শিক্ষার্থীদের উপকরণ মেলা

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মসলিন মটন মিলস উচ্চ বিদ্যালয়ের (এমসিএম) শিক্ষার্থীদের উপকরণ মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ উপকরণ মেলা অনুষ্ঠিত হয়।

এমসিএম হাই স্কুল কর্তৃক আয়োজিত উপকরণ মেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আজিজুর রহমান। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এ কে এম মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশার (ভূমি) উম্মে হাফছা নাদিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, শিক্ষা কর্মকর্তা নুরুন্নাহার।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহমান আরমানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক তাপস কুমার দাস। এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, পরিচালনা পর্ষদের প্রতিনিধিবৃন্দ, অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এরআগে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের তৈরি নানা উপকরণ দিয়ে সাজানো উপকরণ মেলা ঘুরে দেখেন অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিসহ অন্যরা। পরে মেলায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মধ্যে থেকে ১ম, ২য় ও ৩য় স্থান নির্ধারণ করে পুরস্কৃত করা হয়।

সংবাদটি শেয়ার করুন