ঈশ্বরদীতে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বৃত্তি পরীক্ষার বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সনদ ও সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার (২৬ আগস্ট) সকাল ১০টায় আর আর পি কমিউনিটি সেন্টারে এসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মহিদুল ইসলামের সঞ্চালনায় সনদ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা– ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ন‚রুজ্জামান বিশ্বাস। উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র ইছাহক আলী মালিথা, ঈশ্বরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার।
এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উপদেষ্টা, সাবেক অধ্যাপক উদয় নাথ লাহিড়ীসহ এসোসিয়েশন ভুক্ত প্রতিষ্ঠানের পরিচালক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণসহ অনেকেই।
এতে বৃত্তি পরীক্ষায় অংশ নেয়া ৫শ’ জন শিক্ষার্থীর মধ্যে বৃত্তিপ্রাপ্ত ৩শ’ জন শিক্ষার্থীকে সনদ ও সন্মাননা প্রদান করা হয়। ২০১৯ ও ২০২২ সালে ঈশ্বরদী কিন্ডারগার্টেন এসোসিয়েশন ৪০টি কেজি স্কুলের ৫শ’ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ১১০ জন ট্যালেন্টপুলে এবং ১৯০ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এদেরকে নগদ অর্থ, সম্মাননা ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।