ঢাকা | শুক্রবার
২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাটে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মান সম্পন্ন প্রাথমিক শিক্ষা স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা – এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে ৩দিন ব্যাপী গৃহীত কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনে- দিবসের প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আজ (সোমবার) দুপুরে জয়পুরহাটের মোহাম্মদ মজিবুর রহমান ঢালী স্মৃতি মিলনায়তনে- জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন এবং জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম সোলায়মান আলী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজওয়ান হোসেন, সাইদুল ইসলাম ও উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রহিম প্রধান।

উল্লেখ্য, আগামীকাল (মঙ্গলবার) জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের তৃতীয় দিনের সূচিতে- জয়পুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষা মেলা, শিক্ষা উপকরণ প্রদর্শন ও শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন