শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

৬৮৩৯০ পদে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৬৮৩৯০ পদে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৬৮ হাজার ৩৯০ পদে শিক্ষক নিয়োগ দিতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বুধবার (২১ ডিসেম্বর) গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে এমপিওভুক্ত স্কুল ও কলেজে ৩১ হাজার ৫০৮ জন এবং মাদ্রাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানে ৩৬ হাজার ৮৮২ জনকে নিয়োগ দিতে পদভিত্তিক তালিকা ২৯ ডিসেম্বর প্রকাশ করবে এনটিআরসিএ।

এনটিআরসিএর ওয়েবসাইটে ৬৮ হাজার ৩৯০টি শূন্য পদের বিষয় ও পদভিত্তিক তালিকা ওয়েবসাইট (www.ntrca.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ ওয়েবসাইট লিমিটেডের ওয়েবসাইটে (http://ngi.teletalk.com.bd) আগামী ২৯ ডিসেম্বর দুপুর ১২টায় প্রকাশ করা হবে এবং একই তারিখ ও সময়ের পর থেকে আবেদন করা যাবে।

আবেদনকারীর বয়স: প্রার্থীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ ৩৫ বছর বা তার কম হতে হবে। প্রত্যেক আবেদনকারী নিবন্ধন সনদ অনুযায়ী একই পর্যায়ে (স্কুল-কলেজ) একটি মাত্র আবেদন করতে পারবেন। একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদনে সর্বোচ্চ ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের Choice (পছন্দ) দিতে পারবেন। ওই পছন্দ প্রদানের পর কোনও প্রার্থী যদি তার Choice বহির্ভূত দেশের যেকোনও শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন, তবে তাকে e-Application ফরমে প্রদর্শিত Other Option নামক বক্সে Yes Click করতে হবে। যদি ইচ্ছুক না হন তবে No Click করতে হবে।

উল্লেখ্য, প্রথমবারের মতো এনটিআরসিএ ২০১৬ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসায় শিক্ষক নিয়োগ দেয়। সর্বশেষ গত বছরের ৩০ মার্চ এনটিআরসিএ ৫৪ হাজার ৩০৪টি শূন্য পদের জন্য তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। সে অনুযায়ী এবার চতুর্থ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  ষষ্ঠ শ্রেণিতেও হবে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন, ফি ৫৮ টাকা

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন