ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রাথমিকের শিক্ষকদের প্রশিক্ষণ আবারও ১০ মাসে ফিরছে

প্রাথমিকের শিক্ষকদের প্রশিক্ষণ আবারও ১০ মাসে ফিরছে

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ পূর্বের ন্যায় ১০ মাস মেয়াদসহ প্রশিক্ষণের নামেও পরিবর্তন আসছে।

রবিবার (১১ ডিসেম্বর) জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে পর এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

নতুন করে কোর্সের সময় আবারো ১০ মাস নির্ধারণ করা হয়েছে। কোর্সের নাম পরিবর্তন করে ‘প্রাথমিক শিক্ষক মৌলিক প্রশিক্ষণ’ করা হয়েছে।

উল্লেখ্য, প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের পূর্বে ১০ মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হতো। প্রশিক্ষণের নাম ছিল সিএনএড (সার্টিফিকেট ইন এডুকেশন)। পরে এই কোর্সটির নাম পরিবর্তন করে ডিপিএড (ডিপ্লোমা ইন এডুকেশন) করা হয় এবং কোর্সের মেয়াদ ১০ মাসের স্থলে ১৮ মাস করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- বৈঠকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ কোর্সের নাম ডিপিএড-এর পরিবর্তে প্রাথমিক শিক্ষক মৌলিক প্রশিক্ষণ এবং এ কোর্সের মেয়াদ ১০ মাস করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, মেহের আফরোজ, শিরীন আখতার এবং ফেরদৌসী ইসলাম অংশগ্রহণ করেন।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন