ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হাবিপ্রবিকে স্মার্ট ক্যাম্পাসে রূপান্তরে ডিএসডিএল বাস্তবায়ন

হাবিপ্রবিকে স্মার্ট ক্যাম্পাসে রূপান্তরে ডিএসডিএল বাস্তবায়ন

দেশের প্রথম ক্যাশলেস ও পেপারলেস প্রযুক্তির মাধ্যমে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে স্মার্ট ও মডেল ডিজিটাল ইউনিভার্সিটি প্রণয়নের উদ্দেশ্যে ৩ দিনব্যাপী ডিজিটাল স্ট্র্যাটেজি ডিজাইন ল্যাব (ডিএসডিএল) বুধবার সম্পন্ন হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহ্‌মেদ পলক এমপির গত ১৮ সেপ্টেম্বরের প্রতিশ্রুতি মোতাবেক দেশের প্রথম ‘Cashless, Paperless, Smart HSTU : Model Digital University’ প্রণয়ন হচ্ছে।

ক্যাশলেস ইউনির্ভাসিটি, ইউনির্ভাসিটি রিসোর্স প্লানিং (ইউআরপি) এবং একাডেমিক অ্যাকটিভিটিস অ্যান্ড সার্ভিসেস ম্যানেজমেন্ট গ্রুপে বিশ্ববিদ্যালয়ের ৩জন ফোকাল প্রফেসর ড. বলরাম রায় (রসায়ন বিভাগ), প্রফেসর ড. এ.টি.এম শফিকুল ইসলাম (ডিরেক্টর প্লানিং) এবং প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস (লাইব্রেরিয়ান) অনুষ্ঠানে স্ব স্ব অ্যানালাইসিস উপস্থাপন করেন। কর্মশালায় ১২টি ফাইনান্সিয়াল সার্ভিস অ্যাক্টিভেট করা হয় যার মধ্যে হতে একটি সার্ভিস লাইভ প্রর্দশন করা হয় এবং বাকি ফাইনান্সিয়াল সার্ভিসসমূহ পর্যায়ক্রমে অ্যাক্টিভেট করা হবে। এছাড়া, ডিএসডিএল হতে একাডেমিক অ্যাকটিভিটিস অ্যান্ড সার্ভিসেস ম্যানেজমেন্ট বিষয়ক ১৫টি সফটওয়্যার এবং ইউনির্ভাসিটি রিসোর্স প্লানিং বিষয়ক ১১টি সফটওয়্যার ডিজাইন করা হয়েছে।

ডিজাইন পরিকল্পনায় বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টিগণ, প্রফেসরগণ এবং কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা প্রদান করেন ডিজিটাল সার্ভিস এক্সিলারেটর-এটুআই, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কর্মকর্তাগণ।

উল্লেখ্য, ডিজাইন ল্যাবের সকল পরিকল্পনাসমূহ নিয়ে সমন্বিত প্রস্তাবের পরামর্শমূলক প্রেজেন্টেশনের মাধ্যমে সকলের পক্ষ থেকে মহাপরিকল্পনা পেশ করেন ডিজিটাল সার্ভিস এক্সিলারেটর-এটুআই এর চীফ ই-গভর্ন্যান্স স্ট্র্যাটেজিস্ট জনাব ফরহাদ জাহিদ শেখ।

উক্ত ডিএসডিএল কর্মশালার সমাপনি পর্বে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব জনাব এনএম জিয়াউল আলম পিএএ। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জনাব প্রফেসর ড. এম. কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এটুআই এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার (পরিচালক আই কিউ এস, হাবিপ্রবি) এবং জনাব ফরহাদ জাহিদ শেখ, চীফ ই-গভর্ন্যান্স স্ট্র্যাটেজিস্ট, ডিজিটাল সার্ভিস এক্সিলারেটর-এটুআই।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন