ঢাকা | রবিবার
১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিএসএমএমইউতে দিনব্যাপী কর্মশালা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-তে “Characterization of the gut microbiome in nonalcoholic fatty liver disease” নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের এনাটমি বিভাগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা: মো. শারফুদ্দিন আহমেদ।

কর্মশালায় বলা হয়, ননএলকোহোলিক ফ্যাটি লিভার ডিজিজেস পেশেন্টদের Fecal Matter এ যেসব microorganism রয়েছে তাদের 16-S metagenomics প্রক্রিয়ায় gut microbiome-এর সিকোয়েন্সিং করে তাদের জেনেটিক প্যাটার্ন সম্পর্কে জানা যাবে। যা ভবিষ্যতে বাংলাদেশে গবেষণার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য অধ্যাপক ডাঃ মো. জাহিদ হোসেন, প্রক্টর মো. হাবিবুর রহমান দুলাল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা: মামুন আল মাহতাব স্বনীল, ডিভিশন প্রধান ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন ও  ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিষ্ট এ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের অধ্যাপক মাহমুদ হোসেন।

উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এনাটমি বিভাগে শিক্ষকবৃন্দ ও রেসিডেন্টগণ এবং বিশ্ববিদ্যালয়ে অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন