শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২২ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ১৯৪ জন স্কুলপড়ুয়া শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আঁচল ফাউন্ডেশনের জরিপে এসব তথ্য উঠে এসেছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এক প্রেস কনফারেন্সে এসব তথ্য প্রকাশ করেছে সংগঠনটি।
জাতীয় ও স্থানীয় ১৫০টি পত্রিকার তথ্য থেকে জরিপ করা হয়েছে বলে জানিয়েছে তারা। ২০২১ সালে সারা দেশে মোট ১০১ শিক্ষার্থী আত্মহত্যা করেছিল বলে জানিয়েছে সংগঠনটি।
আনন্দবাজার/কআ