ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষার মানোন্নয়নে কাজ করতে হবে

শিক্ষার মানোন্নয়নে কাজ করতে হবে

করোনাকালে শিক্ষার ঘাটতি পূরণ ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের মনযোগী ও প্রয়োজনে কঠোর হতে হবে। কিশোরগঞ্জ জেলার হোসেনপুরে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে করোনা পরবর্তী প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায় বক্তারা এসব বলেন।

একই সময়ে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির পুনঃনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন। শনিবারে আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

বক্তারা শিক্ষার মানোন্নয়নে আরও বলেন, করোনায় সারা বিশ্বের সঙ্গে আমাদের দেশেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। সরকার অনলাইনে ক্লাসসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে। তারপরও কিছু ঘাটতি তো থেকেই গেছে। এখন আমাদের সেই ঘাটতি পূরণে কঠোর ও মনযোগী হতে হবে।

হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেলের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ, কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক, হোসেনপুর পৌরসভার মেয়র আব্দুল কাইয়ুম খোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফ হোসেন কবির, হোসেনপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোবারিছ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদ আলমসহ সম্মানিত শিক্ষকবৃন্দ। এ ছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ৷

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন